প্রধানমন্ত্রীকে কটুক্তি করায় চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
প্রকাশিত হয়েছে : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ৮:১৯:৪৮ অপরাহ্ন
মাধবপুর প্রতিনিধি : প্রধানমন্ত্রীকে কটুক্তি করে বক্তব্য দেয়ায় ছাতিয়াইন ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ এর বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা হয়েছে। ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুন্ন, বিভ্রান্তিমূলক তথ্য, প্রধানমন্ত্রীকে নিয়ে বিরূপ ও কটুক্তিমূলক বক্তব্য, রাষ্ট্র সম্পর্কে অপপ্রচার করে বাংলাদেশের বিরুদ্ধাচারন করার অপরাধে সাইবার নিরাপত্তা ও পেনাল কোড আইনে বৃহস্পতিবার সকালে এ মামলা দায়ের করা হয়।
মাধবপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রীধাম দাশগুপ্ত বাদি হয়ে এ মামলা করেন। মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৩ ফেব্রয়ারি সাড়ে ৪ টায় মাধবপুর উপজেলা পরিষদ সভাকক্ষে হবিগঞ্জ জেলা প্রশাসকের মতবিনিময় সভায় ছাতিয়াইন ইউপি চেয়ারম্যান ও জেলা বিএনপি সাবেক সহ সভাপতি মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ বাংলাদেশ ও ভারতের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে বিরূপ ও কটুক্তিমূলক বক্তব্য দেন। এ ঘটনায় ওই দিন সন্ধ্যায় মাধবপুর উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে চেয়ারম্যান কাসেদকে পুলিশ আটক করে। পরে বুধবার দুপুরে ৫৪ ধারায় তাকে গ্রেপ্তার দেখিয়ে হবিগঞ্জ বিচারিক আদালতের নির্দেশে কারাগারে পাঠান।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক আতিকুর রহমান জানান, কারাগারে আটক মিনহাজ উদ্দিন চৌধুরীকে সাইবার নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার দেখাতে আদালতে বৃহস্পতিবার দুপুরে আবেদন করা হয়েছে। আদালত আবেদন মঞ্জুর করে এ মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়েছে।