গোয়াইনঘাটে ট্রাক্টর সিএনজি মুখোমুখি সংঘর্ষ নিহত ২
প্রকাশিত হয়েছে : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ৫:৫৪:২৬ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি: গোয়াইনঘাটে ট্রাক্টর সিএনজি মুখোমুখি সংঘর্ষ ২ জন নিহত ও শিশুসহ ৫ জন আহত হয়েছেন। পুলিশ দুর্ঘটনা কবলিত সিএনজি ট্রাক্টর আটক করেছে। ট্রাক্টর চালক রয়েছে পলাতক।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ১৫ ফেব্রুয়ারী সন্ধ্যা সাড়ে ৬ টায় গোয়াইন সারী রাস্তার পূর্ণানগর টার্ণিংয়ে এ দুর্ঘটনা ঘটে। গোয়াইনঘাট থেকে ইটভর্তি ট্রাক্টর বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহি সিএনজির সাথে সংঘর্ষ হলে শিশুসহ ৭জন আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে সিলেট ওমেক হাসপাতালে রেফার করা হয়। সেখানে মারা যান কর্ণি গ্রামের ইসমাইল আলীর পুত্র নজরুল ইসলাম (৫০), লেঙ্গুড়া গ্রামের মৃত আরফান আলীর ছেলে জসির উদ্দিন (৬৫)। আহতরা হলেন, একই গ্রামের মৃত ফুরসই মিয়ার ছেলে আলিম উদ্দিন(৪০), রহমত উল্লার ছেলে রায়হান (১০), ইমাম উদ্দিনের ছেলে রহমত উল্লাহ (৩৫), আ. মহল গ্রামের মুতলিব মিয়ার ছেলে মারজান আহমদ (৩০) ও রাধানগরনগর এলাকার ইসলামপুর দুভাগ গ্রামের আব্দুল খালেকের ছেলে জসিম (২৫)
গোয়াইনঘাট থানা পুলিশের এসআই জাহাঙ্গীর সঙ্গীয় ফোর্স নিয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে সিএনজি (অনটেস্ট) ও ট্রাক্টর আটক করেন। তিনি বলেন ট্রাক্টর চালক জুবায়ের পলাতক রয়েছে। মামলা হবে। ময়না তদন্তের পর লাশ আসবে।
গোয়াইনঘাট উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, ট্রাক্টরগুলো রাস্তায় চলার কোন নিয়ম নেই। মাটি পরিবহনকারী ট্রাক্টর রাস্তার মারাত্মক ক্ষতি করছে।