মহানগর যুবলীগের কার্যনির্বাহী কমিটির সভা
প্রকাশিত হয়েছে : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ৬:৩৪:০০ অপরাহ্ন
সিলেট মহানগর যুবলীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টায় নগরীর আম্বরখানাস্থ একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদারের পরিচালনায় কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত সিলেট মহানগর যুবলীগের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের মতামতের মাধ্যমে সিলেট মহানগর যুবলীগের অন্তর্ভূক্ত ১, ২ ও ৪নং ওয়ার্ডে সংগঠনের কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে উক্ত ওয়ার্ড সমূহে সম্মেলনের সিদ্ধান্ত গৃহীত হয় এবং আগামী ১ মার্চ শুক্রবার সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়। উল্লেখিত ওয়ার্ড সমূহে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহীদের জীবনবৃত্তান্ত আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে সিলেট মহানগর যুবলীগের দপ্তর সম্পাদক সাকারিয়া হোসেন সাকির (০১৭১০-১৩০৪১১), উপ দপ্তর সম্পাদক এহসানুল করিম মাবরুর (০১৭২৮-৫২২৩৪২) এর বরাবরে জমা দেয়ার জন্য আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, উল্লেখিত ওয়ার্ড সমূহে সম্মেলন সফল করার জন্য সিলেট মহানগর যুবলীগের কার্যনির্বাহী কমিটির সকল সহ-সভাপতিবৃন্দ, যুগ্ম সাধারণ সম্পাদববৃন্দ ও সকল সাংগঠনিকবৃন্দ সহ উক্ত ওয়ার্ড সমূহে বসবাসকারী সিলেট মহানগর যুবলীগের কার্যকরি কমিটির নেতৃবৃন্দ সম্মেলনের কার্যক্রম তদারকি করিবেন। বিজ্ঞপ্তি