কেমুসাসের সাহিত্য আসর অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ৬:৩৮:৩০ অপরাহ্ন
কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ১১৮৬তম সাহিত্য আসর বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর দরগাহ গেইটস্থ কেমুসাসের সাহিত্য আসর কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কেমুসাসের কার্যকরী পরিষদের পাঠাগার সম্পাদক সৈয়দ মোহাম্মদ তাহের।
কবি কামাল আহমদের উপস্থাপনায় সাহিত্য আসরে বক্তারা বলেন, ভাষা আন্দোলনের প্রাঙ্গণে কবিরাই ছিলেন সর্বাগ্রে। তাদের অগ্নিঝরা উদ্যোগ ও পদক্ষেপ মুক্ত করে আমাদের মায়ের ভাষাকে। আমরা স্বাধীনভাবে নিজের ভাষায় কথা বলার সুযোগ পাই। আমাদের আবেগ অনুভূতি প্রকাশ করতে পারি মায়াময় কথায়।
আসরে লেখাপাঠে অংশ নেন ঔপন্যাসিক সিরাজুল হক, বেলাল আহমদ চৌধুরী, কবি শাহিনা জালালি, মুক্তার আহমদ, জুনেদ আহমদ, মকসুদ আহমদ লাল, জোবেদা বেগম আখি, স্বর্ণালী খানম। আসরে গান পরিবেশন করেন কুবাদ বখত চৌধুরী রুবেল, মো. বাহাউদ্দিন বাহার ও লিলু মিয়া। আসরের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. দিদার আহমদ। বিজ্ঞপ্তি