যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কোর্সের ভাতা বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ৬:৪০:৩২ অপরাহ্ন
সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান যুবদের উদ্দেশ্যে বলেন, সফল হতে হলে ভোরে ঘুম থেকে ওঠতে হবে এবং অধ্যয়ন করতে হবে। সকাল বেলার চিন্তা শক্তি দ্বারা ভালো পরিকল্পনা গ্রহণ করা যায়। গতানুগতি চিন্তা ধারা থেকে বেরিয়ে এসে ভালো পরিকল্পনা নিয়ে আসেন, টাকার কোন সমস্যা নেই। সিলেটের জেলা প্রশাসক বৃহস্পতিবার দুপুরে নগরীর টিলাগড়স্থ অধিদপ্তরের হল রুমে যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের উদ্যোগে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন, প্রশিক্ষণ সম্পন্নকারীদের মধ্যে সনদপত্র ও যাতায়াত ভাতা বিতরণ এবং যুবদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের উপপরিচালক মোঃ রফিকুল ইসলাম শামীম এর সভাপতিত্বে ও সহকারী পরিচালক মোঃ আমান উল্লাহ দর্জি’র পরিচালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সিলেটের সহকারী কমিশনার মোঃ মাহবুবুল ইসলাম।
যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক মোঃ ফখরুজ্জামান এর স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন সিলেট যুব উন্নয়ন পরিষদের সভাপতি আফিকুর রহমান আফিক, ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট ফর ইয়ুথ সোসাইটির সভাপতি, জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত যুব উদ্যোক্তা ও সংগঠক মোঃ নজরুল ইসলাম, হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার সভাপতি আশফাক উদ্দিন আহমদ, ইংলিশ ল্যাংগুয়েজ প্রশিক্ষণের প্রশিক্ষণার্থী রিয়া রানী চন্দ্র, প্রশিক্ষিত আত্মকর্মী মিটুন দে। উপস্থিত ছিলেন মাছ চাষের প্রশিক্ষক মোস্তাফিজুর রহমান, ইনসাফ সোসাইটির যুগ্ম সাধারণ সম্পাদক কয়ছর আহমদ কাওছার, ডাটাবেজ ম্যানেজমেন্ট, উদ্যোক্তা প্রশিক্ষণ, হস্তশিল্প ও মাছ চাষ প্রশিক্ষণের শতাধিক প্রশিক্ষণার্থী।
অনুষ্ঠান শেষে প্রশিক্ষিত আত্মকর্মীর প্রকল্পের রঙিন ফুলকপি প্রধান অতিথিকে উপহার দেন। শেষে প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে সনদপত্র ও যাতায়াত ভাতা প্রদান করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি