কোম্পানীগঞ্জে বিজিবির অভিযানে ১৫০ বস্তা চিনি আটক
প্রকাশিত হয়েছে : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ৭:০০:১৮ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার আহমদাবাদ কালিবাড়ি থেকে বিজিবির অভিযানে ১৫০ বস্তা ভারতীয় চিনি আটক করা হয়েছে। শুক্রবার সকালে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) কালাসাদেক ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে এক ট্রাক চিনি আটক করেন।
জানা যায়, দীর্ঘদিন থেকে কোম্পানীগঞ্জের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতীয় চিনি, বিড়ি, শাড়িসহ মদ প্রবেশ করছে। এসব পণ্য কোম্পানীগঞ্জ থেকে সড়কযোগে দেশের বিভিন্ন প্রান্তে যায়। এসবের ব্যবসায়ীরা নিরাপদ রোড হিসেবে কোম্পানীগঞ্জকে ব্যবহার করছে। শুক্রবার ভোরে বিজিবি কালাসাদেক কোম্পানি কমান্ডারের নেতৃত্বে কালিবাড়ি আহমদাবাদের আজির উদ্দিনের ছেলে তুহিন এর বাড়িতে অভিযান চালায়। এসময় বাড়ির উঠানে ১৫০ বস্তা ভারতীয় চিনি ভর্তি একটি হাইড্রলিক ট্রাক আটক করা হয়। ট্রাকের স্টিয়ারিং লক থাকায় চিনির বস্তা গুলো ট্রাক্টরের মাধ্যমে কালাসাদেক ক্যাম্পে নিয়ে আসা হয়। বিজিবি কালাসাদেক কোম্পানি কমান্ডার চিনি আটকের বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবির উর্ধ্বতন এক অফিসারের সাথে এ বিষয়ে আলাপ হলে তিনি জানান, চোরাচালানের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলছে। এর অংশ হিসেবে এই চিনি আটক করা হয়েছে। তিনি বলেন চিনি আটকের সিজার লিস্ট করা হচ্ছে। ১৫০ বস্তা হবে শুনেছি।