সিলেটে ২৪ ঘন্টায় সড়কে ঝরল ৫ প্রাণ
প্রকাশিত হয়েছে : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ৭:১৩:৪৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট ও মৌলভীবাজারে ২৪ ঘন্টার ভেতরে পৃথক দুটি সড়ক দূর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন নারী-শিশুসহ আরো ৯ জন। শুক্রবার বিকালে মৌলভীবাজার-সিলেট সড়কে ও বৃহস্পতিবার রাতে গোয়াইঘাট উপজেলার পূর্ণানগর এলাকায় এই দুটি দূর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে গোয়াইঘাটে ২ জন ও রাজনগরে ৩ জন নিহত হন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
আমাদের রাজনগর প্রতিনিধি জানান, মৌলভীবাজারের রাজনগর উপজেলায় দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন। শুক্রবার বিকালে মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কের ময়নার দোকান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাজু আহমদ (২০), শাহেল আহমদ (২২), ফাহিম ওরফে নাইম আহমদ (২০)। এরমধ্যে রাজু ও শাহেল ঘটনাস্থলেই মারা যান। আর হাসপাতালে নেওয়ার পর নাইমের মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুটি সিএনজি অটোরিকশার একটি রাজনগরের দাশটিলা থেকে তারাপাশা এলাকায় ও অপরটি কলেজ পয়েন্ট থেকে দাশটিলা গ্রামে যাচ্ছিল। এ সময় মৌলভীবাজার-সিলেট সড়কের ময়নার দোকান এলাকায় উভয়টি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশা চালক বাছিত মিয়ার ছেলে রাজু আহমদ (২০) নিহত হন। সিলেট ওসমানী মেডিকেল কলেজে যাওয়ার পথে অপর অটোরিকশা চালক কুদ্দুস মিয়ার ছেলে শাহেল আহমদ (২২) ও মৌলভীবাজার সদর হাসপাতালে নেয়ার পর ফাহিম ওরফে নাইম আহমদ (২০) নিহত হন।
আহতরা হলেন, দাশটিলা গ্রামের আমজদ মিয়ার স্ত্রী সেনাই বেগম (৫০) ও তার দুই মেয়ে রিমা বেগম (১৫) ও পিমা বেগম (১২) গুরুতর আহত হন। ঘটনার সত্যতা নিশ্চিত করেন রাজনগর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) আব্দুস সালেক।
আমাদের গোয়াইঘাট প্রতিনিধি জানান, সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার সারী-গোয়াইনঘাট সড়কের গোয়াইন ব্রিজ সংলগ্ন পূর্ণানগর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুসহ আহত হয়েছেন আরো ৫ জন।
নিহতরা হলেন- উপজেলার কর্নি গ্রামের ইসমাইল আলীর ছেলে নজরুল ইসলাম (৫০) ও উপজেলার লেঙ্গড়া গ্রামের আরফান মিয়ার ছেলে জসির উদ্দিন (৬৫)।
পুরিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার লাফনাউট মাদরাসার বার্ষিক মাহফিল থেকে ছেড়ে আসা একটি অটোরিকশা (সিএনজি) যাত্রী নিয়ে উপজেলা সদরে যাচ্ছিল। পথে অটোরিকশাটি পূর্ণানগর এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে ট্রাক্টর ও অটোরিকশা চালকসহ ৯ জন গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে নজরুল ইসলাম নামে একজন মারা যান। চিকিৎসাধীন অবস্থায় জসির উদ্দিন নামে আরেকজন মারা যায়।
এ ঘটনায় আরো ৫ জন গুরুতর হয়েছেন। আহতরা হলেন- হুসই মিয়ার ছেলে আলিম উদ্দিন (৪০), রহমত উল্লাহর ছেলে রায়হান (১০) এবং রায়হানের বাবা রহমতুল্লাহ (৩০), রাধানগর (দুভাগ) এলাকার আব্দুল খালেকের ছেলে জসীম উদ্দিন (২৮) ও আব্দুল মহল গ্রামের আব্দুল মুতলিবের ছেলে মারজান আহমদ (৩০)।
দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, নাম্বারবিহীন সিএনজি অটোরিকশা ও ট্রাক্টর আটক করা হয়েছে। তবে দূর্ঘটনার পর ট্রাক্টর চালক পলাতক রয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা হবে।