স্বামী বিবেকানন্দের আদর্শকে ধারণ করে যুবকদের এগিয়ে যেতে হবে : স্বামী হরিদাসানন্দজী মহারাজ
প্রকাশিত হয়েছে : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ৭:০৯:৩৫ অপরাহ্ন
সিলেট রামকৃষ্ণ মিশন ও আশ্রমের শ্রীমৎ স্বামী হরিদাসানন্দজী মহারাজ বলেছেন, স্বামী বিবেকানন্দের আদর্শকে ধারণ করে আত্মপ্রত্যয়ের সঙ্গে যুবকদের এগিয়ে যেতে হবে। তিনি আরো বলেন স্বামীজী ছিলেন চির যৌবনের অধিকারী তাইতো যুবকরাই ছিলো তাঁর মূল চালিকাশক্তি। দেশ মাতৃকার তরে যুবকরা সর্বদাই এগিয়ে যাবে এই ছিলো তাঁর একান্ত ইচ্ছে।
তিনি স্বামী বিবেকানন্দের ১৬২তম জন্মতিথি উৎসব উপলক্ষে বিবেকানন্দ চর্চা পর্ষদ সিলেটের উদ্যোগে শুক্রবার সকাল পৌণে ১১টায় সিলেট সদর উপজেলার কুলাউতিস্থ শ্রীশ্রী রামকৃষ্ণ মন্দিরে “স্বামী বিবেকানন্দ ও আজকের যুব সমাজ” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। তিনি আরো বলেন, যে কোন কাজ করতে হলে আগে নিজেকে তা হৃদয়ঙ্গম করতে হবে। তিনি স্বামীজীর শিবজ্ঞানে জীবসেবাকে উপজীব্য করে যুব সম্প্রদায়কে এগিয়ে যেতে আহ্বান জানান।
বিবেকানন্দ চর্চা পর্ষদ সিলেটের সভাপতি বেনু ভূষণ দাশ এর সভাপতিত্বে এবং শিক্ষয়িত্রী শিলা সাহা ও বাচিক শিল্পী সাবর্নি গোস্বামী শুচির সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেটের বিশিষ্ট সমাজসেবী ও সংগঠক জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর অরুণ চন্দ্র পাল, পর্ষদের প্রধান পৃষ্ঠপোষক, সিলেটের বিশিষ্ট সমাজসেবী রতন মনি মোহান্ত, দৈনিক সিলেটের ডাক’র বার্তা সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর, সরকারি মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ, সিলেটের উপাধ্যক্ষ সর্বানী অর্জুন, সিলেটের বলাউড়ার চিকিৎসক ও ক্রীড়ানুরাগী, বিশিষ্ট সমাজসেবী ডাঃ খলিলুর রহমান, মঈনউদ্দীন আদর্শ মহিলা কলেজ সিলেটের উপাধ্যক্ষ অধ্যাপক কৃষ্ণপদ সূত্রধর প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন পর্ষদের সাধারণ সম্পাদক বিনয় ভূষণ তালুকদার। পর্ষদের সাংস্কৃতিক সম্পাদক প্রদীপ দে’র পরিচালনায় পাত্র সম্প্রদায়ের শিক্ষার্থীরা ভক্তিগীতি পরিবেশন করে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পর্ষদের সিনিয়র সহ সভাপতি এডভোকেট অরবিন্দ দাস গুপ্ত বিভু, অধ্যাপক ইন্দ্রজিৎ রায়, পৃষ্ঠপোষক নিরঞ্জন চন্দ্র চন্দ, শিক্ষয়িত্রী শাশ্বতী পাল সোমা, সহ সম্পাদক ব্যাংকার দীপক কুমার দাশ, মৃণাল কান্তি চৌধুরী মঞ্জু, কুলাউতি রামকৃষ্ণ মন্দিরের সভাপতি নিখিল পাত্র, পাত্র সম্প্রদায় যুব সংঘের সভাপতি ইটন পাত্র, পাত্র সম্প্রদায় যুব সংঘের মহিলা বিষয়ক সম্পাদিকা মান্ডবী পাত্র প্রমুখ।
সভার শুরুতে পবিত্র বৈদিক মন্ত্র পাঠ করেন পাত্র সম্প্রদায়ের প্রশিক্ষিত শিক্ষার্থীবৃন্দ। আলোচনা সভা শেষে পাত্র সম্প্রদায়ের অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে “ মহাদেব দাশ-ক্ষিরোদা বালা দাশ”, “ সুনীল চন্দ্র রায়”, “চন্দ্রমোহন তালুকদার-বাসনা তালুকদার” ও “বিষ্ণুপদ রায়-রাঈ রঙ্গিনী রায়” স্মৃতি বৃত্তি প্রদান করেন অতিথিবৃন্দ। পরে পাত্র সম্প্রদায়ের অসহায় দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে এলাকার অসুস্থ রূনু ভট্টাচার্য্যকে চিকিৎসা সেবা বাবদ নগদ ১১,০০০/- টাকা প্রদান করা হয়। শেষে প্রসাদ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। বিজ্ঞপ্তি