জ্ঞান অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে : প্রতিমন্ত্রী শফিক চৌধুরী
প্রকাশিত হয়েছে : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ৮:১১:৫৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সিলেট-২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী বলেছেন, শুধু পরীক্ষায় ভালো নম্বর পেলে চলবে না, শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হবে হবে। নিরলস জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেকে গড়ে তুলতে হবে। তবেই দুর্নীতিমুক্ত সমৃদ্ধশালী বাংলাদেশ এবং সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন গড়ে তোলা যাবে।
শনিবার বিকাল ৩টায় বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের বাইশঘর গ্রামে আলহাজ্ব আব্দুল মতলিব চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আব্দুল মতলিব চৌধুরী ট্রাস্টের পক্ষ থেকে স্কুল ড্রেস, ব্যাগ ও ছাতা বিতরণকালে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী আরো বলেন, নিরলস জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেকে গড়ে তুলতে হবে। তবেই দুর্নীতিমুক্ত সমৃদ্ধশালী বাংলাদেশ এবং সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন গড়ে তোলা যাবে। আলহাজ্ব আব্দুল মতলিব চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি আমার বাবার নামে প্রতিষ্ঠিত হয়েছে। এখানে অনেক শিক্ষার্থী আছেন যাদের অভিভাবকরা অসচ্ছল। তাদের সন্তানদের লেখাপড়ার খরচ চালাতে যেখানে হিমশিম খায়, সেখানে স্কুল ড্রেস কিনা কষ্টসাধ্য। সেই চিন্তা করে আব্দুল মতলিব ট্রাস্টের পক্ষ থেকে প্রতিবছর শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ সহ বিভিন্নভাবে সহযোগিতা করা হয়।শফিক চৌধুরী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করার জন্য শিক্ষার্থীদের স্মার্ট হয়ে গড়ে উঠতে হবে। আর শিক্ষার উন্নয়নের জন্য সরকারের পাশাপাশি প্রবাসী-বিত্তবানদের আরো এগিয়ে আসতে হবে।
বিদ্যালয়ের সভাপতি হামিদুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও যুবলীগ নেতা কামরুজ্জামান সেবুলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট শাহ মোশাহিদ আলী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাখাওয়াত এরশেদ, উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক, বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ রমা প্রসাদ চক্রবর্তী, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক ফারুক আহমদ, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি হরমুজ আলী, আব্দুল মতলিব চৌধুরী ট্রাস্টের ট্রাস্টি আজিজুর রহমান, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি সুয়েব সিকদার প্রমুখ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিশ্বনাথ নতুন বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি শামীম আহমদ, ফ্রান্স প্রবাসী শাহীন আহমদ, মোশাহিদ খান।