আমাদেরকে জান ও মালের কুরবানি পেশ করতে হবে : মুহাম্মদ সেলিম উদ্দিন
প্রকাশিত হয়েছে : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ৮:২০:৫৩ অপরাহ্ন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর কেন্দ্রীয় উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, যুগে যুগে নবী-রাসূলগণ দ্বীনের দাওয়াত দিতে গিয়ে প্রতিষ্ঠিত সমাজব্যবস্থার তীব্র বাধার সম্মুখীন হয়েছেন। কিন্তু কোনো বাধাই তাঁদেরকে দ্বীনের দাওয়াত থেকে নিবৃত্ত করতে পারেনি। আমাদেরকেও সকল বাধা-প্রতিবন্ধকতা উপেক্ষা করে দ্বীনের দাওয়াত চালিয়ে যেতে হবে। এক্ষেত্রে আমাদেরকে জান ও মালের কুরবানি পেশ করতে হবে। নিজেদের ঘরকে ইসলামী আন্দোলনের ঊর্বর ক্ষেত্রে পরিণত করতে হবে। পাড়া-প্রতিবেশী ও আত্মীয়-স্বজনকে ইসলামী আন্দোলনে অন্তর্ভূক্ত করতে হবে। আল্লাহই আমাদের একমাত্র রব। তিনিই আমাদের একমাত্র পালনকর্তা, হুকুমদাতা, বিধানদাতা, রিজিকদাতা। এই কথাগুলো বিশ্বাস করার সাথে সাথে তা বাস্তবায়নে আমাদের আপ্রাণ চেষ্টা করতে হবে।
গতকাল শনিবার বিকাল সাড়ে তিন ঘটিকায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট জেলা দক্ষিণ শাখার উদ্যেগে সিলেট শহরের একটি হলে বার্ষিক সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জনাব সেলিম উদ্দিন উপরোক্ত কথা গুলো বলেন।
জেলা সভাপতি ফখরুল ইসলাম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ আতিকুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় উপদেষ্টা ও উপদেষ্টা সংগঠন সিলেট অঞ্চল টিম সদস্য মাওলানা হাবিবুর রহমান বলেন- শ্রমিকরা আল্লাহর বন্ধ। একজন শ্রমিককে ভালো মুসলমান হওয়ার পাশাপাশি আদর্শ শ্রমিক হিসেবে গড়ে তুলতে হবে। আখেরাতের জবাবদিহির অনুভূতি নিয়ে শ্রমিক ময়দানে ইসলামের দাওয়াত পৌছিয়ে দিতে হবে।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় এবং জেলা প্রধান উপদেষ্টা অধ্যাপক আব্দুল হান্নান, মহাগ্রন্থ আল কুরআন থেকে দারস পেশ করেন শ্রমিক কল্যাণের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা ফারুক আহমদ।
উপস্থিত ছিলেন জেলা সহসভাপতি রেহান উদ্দিন রায়হান ও কামরুজ্জামান খান ফয়সল, জেলা সহকারী সাধারণ সম্পাদক যথাক্রমে জাহেদুর রহমান, আব্দুল হান্নান, ও আব্দুল মুমিন, শ্রমিকনেতা কুতুবউদ্দিন, আব্দুল হামিদ, গোলাম মোস্তফা মুসা, শাহীন আহমদ রাজু, জুলেখ আহমদ, জাহাঙ্গীর হোসাইন, আল আমীন ও মুনিবুর রহমান পাবেল প্রমুখ। বিজ্ঞপ্তি