সুনামগঞ্জে ফসলরক্ষা বাঁধ নির্মাণে অনিয়মের প্রতিবাদে জেলা বিএনপির সংবাদ সম্মেলন
প্রকাশিত হয়েছে : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ৮:২২:৩৮ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ফসল রক্ষা বাধ নির্মাণে ধীর গতি ও প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠনে স্বজনপ্রীতি ও অনিয়ম দূর্নীতি বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে সুনামগঞ্জ জেলা বিএনপি। গতকাল শনিবার বেলা ১২ টায় শহরের পুরাতন বাসস্ট্যান্ডে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন। লিখত বক্তব্যে তিনি বলেন, সুনামগঞ্জ জেলায় ১২৫ কোটি টাকা ব্যয়ে ৪২ টি হাওরে ছোট বড় ৭৩৩ প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে ৫৯১ কিলোমিটার ফসল রক্ষা বাধ নির্মাণের কাজ চলছে। নির্ধারিত সময়ের দেড় মাস পরে এবছর বাধ নির্মাণের কাজ শুরু হয়েছে। এখনো অনেক বাঁধে মাটি ফেলার কাজ শেষ হয়নি। এখন পর্যন্ত ২৫ ভাগ কাজ শেষ হয়নি। বাঁধে দূর্মুজ, ক্লোজারের বাশ বস্তা লাগানো,চাটাই বসানোর কাজ হয়নি। তাই এবছর আগাম বন্যায় ফসল হানির শংকা রয়েছে। বাধের কাজ দ্রুত শেষ করে হাওরের ফসল নিরাপদ করার দাবি জানান সরকারের কাছে।