১ সপ্তাহে পুঁজিবাজার থেকে উধাও ৬ হাজার কোটি টাকা
প্রকাশিত হয়েছে : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ৯:৩৮:৩০ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : গেল সপ্তাহে পুঁজিবাজারে লেনদেন হয়েছে সূচকের পতনে। এতে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন এক সপ্তাহে কমেছে ৬ হাজার ৬০ কোটি টাকা। অর্থাৎ বাজার থেকে উধাও সাড়ে ৬ হাজার কোটি টাকার বেশী। দুই পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) : সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে শূন্য দশমিক ৭৮ শতাংশ বা ৬ হাজার ৬০ কোটি টাকা। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৬৬ হাজার ৪৬৬ কোটি টাকা। আর গত সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৭ লাখ ৭২ হাজার ৫২৬ কোটি টাকা। গত সপ্তাহের চেয়ে কমেছে ডিএসইর দুটি সূচক। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ৩৭ দশমিক ১০ পয়েন্ট বা শূন্য দশমিক ৫৮ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি বেড়েছিল ১৫৯ দশমিক ৩৬ পয়েন্ট বা ২ দশমিক ৫৬ শতাংশ।
এদিকে, ডিএসইএস সূচক কমেছে ৫ দশমিক ১১ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৭ শতাংশ। আগের সপ্তাহে এ সূচকটি বেড়েছিল ২৪ দশমিক ৩৯ পয়েন্ট বা শূন্য দশমিক ৭৯ শতাংশ। তবে ডিএসই-৩০ সূচক বেড়েছে ১৮ দশমিক ৮৪ পয়েন্ট বা শূন্য দশমিক ৮৮ শতাংশ। আগের সপ্তাহে এটি বেড়েছিল ২১ দশমিক ৪৫ পয়েন্ট বা ১ দশমিক ০১ শতাংশ।সূচকের এ নি¤œমুখী প্রবণতার পাশপাশি ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণ। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৭ হাজার ৪৪০ কোটি ৩৯ লাখ টাকা। আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ৮ হাজার ৪৭৫ কোটি ২০ লাখ টাকা। লেনদেন কমেছে ১ হাজার ৩৪ কোটি ৮১ লাখ টাকা বা ১২ দশমিক ২১ শতাংশ।
এ ছাড়া প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ১২ দশমিক ২১ শতাংশ বা ২০৬ কোটি ৯৭ লাখ টাকা। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ১ হাজার ৪৮৮ কোটি ৭ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ১ হাজার ৬৯৫ কোটি ৪ লাখ টাকা।
সপ্তাহজুড়ে ডিএসইতে ৪০৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৭৩টি কোম্পানির, কমেছে ৩০৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টি কোম্পানির শেয়ারের দাম। লেনদেনের শীর্ষে ছিল বেস্ট হোল্ডিংস। এছাড়া ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা, ফরচুন সুজ, আইএফআইসি ব্যাংক, ফু-ওয়াং সিরামিক, মালেক স্পিনিং মিলস, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, বাংলাদেশ শিপিং করপোরেশন ও ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্টস শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের তালিকায়।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) : অন্যদিকে সপ্তাহ ব্যবধানে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই সূচক শূন্য দশমিক ০২ শতাংশ ও সিএসসিএক্স সূচক শূন্য দশমিক ০১ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৮ হাজার ২৯০.৬৮ পয়েন্ট ও ১০ হাজার ৯৫০ দশমিক ৪৬ পয়েন্টে। এছাড়া সিএসআই সূচক শূন্য দশমিক ০৮ শতাংশ, সিএসই-৩০ সূচক শূন্য দশমিক ২৭ শতাংশ ও সিএসই-৫০ সূচক শূন্য দশমিক ৬৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ১৭৩ দশমিক ৪৯ পয়েন্টে, ১৩ হাজার ৪৭৪ দশমিক ৯৬ পয়েন্টে ও ১ হাজার ২৯৮ দশমিক ৩৯ পয়েন্টে।
তবে সপ্তাহ ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ৩২ কোটি ১৫ লাখ টাকা। সপ্তাহজুড়ে লেনদেন হয়েছে ১৫৮ কোটি ৭৫ লাখ টাকা, যা আগের সপ্তাহে হয়েছিল ১২৬ কোটি ৬০ লাখ টাকা।সপ্তাহজুড়ে সিএসইতে ৩৫২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১০১টির, কমেছে ২২৫টির ও অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ার দর।