অব্যবস্থাপনাই রেলের লোকসানের মূল কারণ: রেলমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ৯:৫০:৫৭ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: রেলমন্ত্রী জিল্লুল হাকিম বলেছেন, ‘টিকিট কালোবাজারির ব্যাপারে পদক্ষেপ নেওয়া হয়েছে। রেললাইন সম্প্রসারণ ও প্রতিটি জেলায় পৌঁছানো হবে। মূলত রেলের অব্যবস্থাপনার কারণে লোকসান হচ্ছে। শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারলে রেলে লোকসান হবে না।’
শনিবার দুপুরে দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় অবস্থিত কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। রেলমন্ত্রী বলেন, ‘ইতোমধ্যেই এ ব্যাপারে আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি। এটাকে লাভজনক করতে হলে অনেকগুলো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে। এই সিদ্ধান্তগুলো আমরা যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে নেব।’
তিনি বলেন, ‘টিকিট কালোবাজারির ব্যাপারে ইতোমধ্যে দুটি চক্রকে ধরা হয়েছে। ঈদের আগে টিকিট কালোবাজারি যেন না হয় সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এর সঙ্গে অনেক সরকারি সংস্থাকে জড়িত করা হয়েছে যাতে করে টিকিট কালোবাজারি না হয়। সহজকেও এ ব্যাপারে সতর্ক করা হয়েছে। যদি কেউ জড়িত থাকে তাহলে তাকে আইনের হাতে তুলে দেওয়ার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে।’