বড়লেখায় মাদক ব্যবসায়ির ৫ বছরের কারাদণ্ড
প্রকাশিত হয়েছে : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ৫:৪৮:৩৬ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় চিহ্নিত মাদক ব্যবসায়ি সুমন আহমদকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় দিয়েছেন।
এছাড়া মামলার অপর দুই আসামি মাদক ক্রেতা মেহেদী হাসান লিমনকে এক বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং রোমান হোসেন আলালকে প্রবেশন সাজা প্রদান করেছেন আদালত। বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক রোববার দুপুরে জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন।
মামলা সূত্রে জানা গেছে, বড়লেখা পৌরশহরের চিহ্নিত মাদক ব্যবসায়ি সুমন আহমদ ২০২২ সালের ১৭ ফেব্রুয়ারি রাত আনুমানিক এগারোটার দিকে বড়লেখা পৌরশহরের গাজিটেকা (বারইগ্রাম) খাদ্যগুদাম রোডের রেলওয়ে কলোনিতে বসে মাদক বিক্রি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে ৮০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির ৬ হাজার ৪০০ টাকা উদ্ধার করে মাদক ব্যবসায়ি সুমন আহমদ (৩৭), মাদক ক্রেতা মেহেদী হাসান লিমন (২৭) ও রোমান হোসেন আলাল (২৫)-কে গ্রেফতার করে। পরে এসআই আতাউর রহমান গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা করেন।আদালতের সহকারি আইন কর্মকর্তা অ্যাডভোকেট গোপাল দত্ত জানান, সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাদক ব্যবসায়ি সুমন আহমদকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে দুইমাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন। একই মামলার অপর দুই আসামীর বিরুদ্ধে পৃথক মেয়াদে সাজা ও অর্থদণ্ডের রায় দিয়েছেন আদালত।