কুলাউড়ায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা
প্রকাশিত হয়েছে : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ৫:৫৬:৩৪ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভার পূর্বে স্বাস্থ্য কমিটির সভাপতি সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেলকে বরণ করে নেন কমিটির সদস্যরা। পরে সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল।
আবাসিক মেডিকেল অফিসার ডা. জাকির হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কমিটির সহসভাপতি উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, কমিটির সদস্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন, সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, কমিটির সদস্য উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ, কুলাউড়া প্রেসক্লাব সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ, মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুশীল চন্দ্র দে, ডা. সুলতান আহমদ, উপজেলা সমাজসেবা অফিসার প্রাণেশ চন্দ্র বর্মা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিপন চন্দ্র দাস, ইউপি চেয়ারম্যান প্রভাষক মমদুদ হোসেন, কমিটির মোতাহির আলম চৌধুরী, অজয় দাস ও নাহিদ্জ্জুামান প্রমুখ।
সভায় উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার হাসপাতালের বিভিন্ন সমস্যা তুলে ধরলে কমিটির সভাপতি সংসদ সদস্য নাদেল হাসপাতালের সকল সমস্যা পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন।