গোয়াইনঘাটে স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সভা
প্রকাশিত হয়েছে : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ৬:৪৯:১২ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি: সমস্যা জর্জরিত গোয়াইনঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা কমিটির সভাপতি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল সাড়ে ১১টায় কমপ্লেক্স মিলনায়তনে সভায় তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন সমস্যা বিষয়ে অবগত হন। এ সময় কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সকাল সাড়ে ১০টায় তিনি গোয়াইঘাটে পৌঁছেই ১ কোটি ৭০ লক্ষ টাকা ব্যয়ে এলজিইডির বাস্তবায়নে গোয়াইনঘাট জিসি নন্দিরগাঁও ইউপি ভায়া জলুরমুখ বাজার রাস্তার পূনর্বাসন কাজের ভিত্তিস্থাপন করেন। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। এসময় উপজেলা আ’ লীগ ও অংগ সংগঠনের নেতা কর্মীরা সাথে ছিলেম।
এছাড়া ১৭ ফেব্রুয়ারী সকাল ১১টায় উপজেলা হলরুমে শীতার্তদের মধ্যে শীবস্ত্র বিতরণ, দুপুরে আনফরের ভাংগায় ব্রীজ নির্মাণ কাজ পরিদর্শন ও বিছনাকান্দি ইউপি আ’লীগের আহ্বায়ক কমিটি গঠনের লক্ষে কর্মীসম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন।