কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ৬:৫৩:৫৭ অপরাহ্ন
কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সিলেট মহানগর কর্তৃক আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষা-২৩ এর পুরস্কার প্রদান সম্পন্ন হয়েছে। শনিবার নগরীর একটি মিলনায়তনে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সিলেট মহানগরের উপদেষ্টা, মাউন্ট এডোরা হসপিটালের আইসিইউ ও অ্যানেস্থেসিওলজিষ্ট স্পেশালিষ্ট ডা. জাহিদ হোসাইন এর সভাপতিত্বে ফোরামের মহানগর পরিচালক আফছার উদ্দীন কামরান এর পরিচালনায় ও সহকারী পরিচালক নাবিল মাহমুদ নিলয়ের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের সাবেক চেয়ারম্যান ড. মোবারক হোসাইন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান জনাব অধ্যাপক ড.তাজ উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নতুন কিশোরকণ্ঠ এর নির্বাহী সম্পাদক সিবগাতুল্লাহ, কিশোরকন্ঠ পাঠক ফোরামের কেন্দ্রীয় পৃষ্ঠপোষক আব্দুর রহিম, পাঠক ফোরাম সিলেট মহানগরের চেয়ারম্যান শরীফ মাহমুদ, সুইডেনের মুসলিম স্টুডেন্টস অব কারোলিঙ্কস ইন্সটিটিউটের ভাইস প্রেসিডেন্ট ড. আকিফ রহমান।
প্রধান অতিথির বক্তব্যে কিশোরকণ্ঠ ফাউন্ডেশন এর সাবেক চেয়ারম্যান ড. মোবারক হোসাইন বলেন, বর্তমান বিশ্ব জ্ঞান প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে যাচ্ছে। বিশ্বায়নের এ যুগে জ্ঞানের যুদ্ধে যারা অধিক অগ্রগামী তারাই বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে। বাংলাদেশকেও বিশ্বে নেতৃত্ব দিতে হলে মেধাবী শিক্ষার্থীদের আরো অগ্রগামী হতে হবে। মেধাবী শিক্ষার্থীদের কাছে সৎ এবং নৈতিকতা সম্পন্ন নাগরিক হয়ে সোনার বাংলাদেশে গড়ার প্রত্যাশা রাখেন।
প্রধান বক্তার বক্তব্যে শাবির পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. তাজ উদ্দীন বলেন, শুধু পাঠ্যপুস্তক নিয়ে লেখাপড়া করলে চলবে না। নিজেদের ধর্মীয় জ্ঞানেও সমৃদ্ধ করতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে নতুন কিশোরকণ্ঠের সম্পাদক সিবগাতুল্লাহ বলেন, মেধাবীদেরকে তার লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যেতে হবে, অবহেলায় সময়কে নষ্ট না করে নিজেদের মেধাকে কাজে লাগিয়ে সফলতার শিকড়ে আরোহণ করতে হবে।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সিলেট মহানগরের অন্যতম পৃষ্ঠপোষক নাঈম হোসাইন, আ.ফ.ম সারওয়ার, এ.টি.এম ফাহিম, ইমদাদ হাসান, ফোরামের সহকারী পরিচালক মুফাসসির আহমদ চৌধুরী, স্কুল প্রতিনিধি আহসান হাবিব, রফিকুল ইসলাম, জাহিদ আহমদ শুভ ও ছফির উদ্দীন প্রমুখ।
উল্লেখ্য, এবার কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় সিলেট বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৫৫০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে থেকে ২৮১ জনকে বৃত্তি দেয়া হয়। যার মধ্যে ট্যালেন্টপুল গ্রেডে ৫১ জন, সাধারণ গ্রেডে ১০০ জন এবং বিশেষ গ্রেডে ১৩০ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছেন। বিজ্ঞপ্তি