গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের কমিটি গঠিত
প্রকাশিত হয়েছে : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ৬:৫৫:১৩ অপরাহ্ন
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীদের সংগঠন গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাব-এর দুই বছর মেয়াদি কার্যকরী কমিটি গঠিত হয়েছে।
শনিবার বিকেল তিনটায় ইমরান আহমদের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সাত সদস্যের কার্যকরি কমিটি ঘোষণা করা হয়। এতে দৈনিক সময়ের আবর্তন ও বাংলার দূত গোয়াইনঘাট প্রতিনিধি সাদিকুর রহমানকে সভাপতি, দৈনিক আমাদের মাতৃভূমির প্রতিনিধি ইমরান আহমদকে সাধারণ সম্পাদক ও দৈনিক স্বাধীন বাংলা পত্রিকার গোয়াইনঘাট প্রতিনিধি তানজিল হোসেনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, দৈনিক আমাদের মাতৃভূমির প্রতিনিধি নোমান আহমদ, স্যাটেলাইট টেলিভিশন আনন্দ টিভির গোয়াইনঘাট প্রতিনিধি ইব্রাহিম আলী, দৈনিক ভোরের চেতনা পত্রিকার প্রতিনিধি রহিম উদ্দিন ও মাসিক গোয়াইনঘাট দর্পণ পত্রিকার প্রতিনিধি মারজানুল আযহার জুনেদ। বিজ্ঞপ্তি