দোয়ারায় শিক্ষার্থীদের বাইসাইকেল বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ৬:৫৮:৫৮ অপরাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে শিক্ষার্থীদের বাইসাইকেল ও বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে শনিবার দুপুরে দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ৬ জন শিক্ষার্থীকে বাইসাইকেল, শিক্ষা উপকরণ ও নগদ ২৫০০ টাকা করে ২০ জন শিক্ষার্থীকে এ উপকরণ বিতরণ করা হয়েছে।
দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনুর সভাপতিত্বে উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী বাবু, দোয়ারাবাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বানী চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান ছালেহা বেগম, দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল হাসান, উপজেলা প্রকৌশলী আব্দুল হামিদ, বোগলা ইউপি চেয়ারম্যান মোঃ মিলন খাঁন।
জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী, স্কুল ড্রেস, বই, সাইন্টিফাইক যন্ত্রপাতি বিতরণ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তায় সেলাই মেশিন ও কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ৬-টি বাইসাইকেল বিতরণ করা হয়েছে।