বৈধভাবে ব্যাটারি চালিত রিকসা চলাচলের দাবিতে সভা
প্রকাশিত হয়েছে : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ৮:৪১:০৬ অপরাহ্ন
সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ১০নং ওয়ার্ড শাখার উদ্যোগে সিলেটে বৈধভাবে ব্যাটারি চালিত রিকসা চলাচলের দাবিতে এক মতবিনিময় সভা শুক্রবার রাতে নগরীর মজুমদার পাড়ায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক।
সংগঠনের ১০নং ওয়ার্ড শাখার সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছাদেক মিয়ার পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা রিকশা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, মহানগর ব্যাটারি চালিত রিক্সা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সহ সভাপতি আনোয়ার হোসেন আনাই, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল মালিক। সভায় মালিক ও শ্রমিকদের মধ্যে উপস্থিত ছিলেন মোবারক আলী, শহীদ বকস, সোবহান মিয়া, ছালেক আহমদ, কামাল মিয়া, শাহজাহান আলী, কামরুল ইসলাম, জুয়েল আহমদ, মনিরুল জামান, শহীদুল হক, ছাদেক মিয়া, কামাল মিয়া, দানিস মিয়া, আফসার, রিয়াজ, তাজুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি