অনির্বাণ এই ফেব্রুয়ারী
প্রকাশিত হয়েছে : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ৫:৪৮:৪২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: আগামীকাল মহান একুশে- আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। গত প্রায় দেড় দশক ধরে একুশে বিশ্বের বিভিন্ন দেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে। এটা কম গৌরবের কথা নয়।
বাংলাদেশের জনগণের জন্য একুশে ফেব্রুয়ারির সবচেয়ে বড়ো উপহার হচ্ছে এদেশের স্বাধীনতা। একুশের রক্তমাখা পথ ধরেই আসে বাংলাদেশের স্বাধীনতা। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, এদেশের মানুষের অন্যতম মৌলিক অধিকার বাক স্বাধীনতা অর্থাৎ ভাষার অধিকার যখন হরণের চেষ্টা করা হয়, তখনই প্রতিবাদমুখর হয়ে উঠে তারা। এই অধিকার প্রতিষ্ঠার জন্য শুরু হয় আন্দোলন। এই আন্দোলনই ভাষা আন্দোলন হিসেবে এদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা হয়ে আছে। একুশের চেতনা এক সময় পরিণত হয় স্বাধীনতা ও মুক্তির চেতনায়। আর এই চেতনা ছিলো এদেশের মানুষের আর্থসামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক তথা সামগ্রিক মুক্তি লাভের জন্য, যা আজো আমরা পুরোপুরি অর্জনে সক্ষম হইনি। এটা সত্যিই দুঃখজনক।