কানাইঘাট সমিতি সিলেট মহানগর কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ৭:১১:৫০ অপরাহ্ন
কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাট সমিতি সিলেট মহানগর এর ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারী) বিকেল ৪টায় সিলেট নগরীর দরগা গেইটস্থ শহীদ সোলেমান হলে সিলেটে অবস্থানরত কানাইঘাটবাসীর অরাজনৈতিক সামাজিক সংগঠন কানাইঘাট সমিতি সিলেট মহানগর এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগরে বসবাসরত ব্যক্তিবর্গ এবং নানা শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফুর্ত উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে শিক্ষাবিদ অধ্যক্ষ সিরাজুল ইসলামকে সভাপতি ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব এ.কে.এম বদরুল আমীনকে সাধারণ সম্পাদক করে দুই বছরের জন্য উক্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সভাপতি আব্দুর রউফ, সহ-সভাপতি অধ্যাপক হেনা সিদ্দীকি, সহ-সভাপতি মো: জাকারিয়া, সহ-সাধারণ সম্পাদক এহিয়া চৌধুরী, অর্থ সম্পাদক আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুস সাত্তার, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক শাহাজান সেলিম বুলবুল, সমাজকল্যাণ সম্পাদক আব্দুর রহিম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক মো. লুৎফুর রহমান তোফায়েল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল হালিম সাগর, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মামুুনুর রশিদ, মহিলা সম্পাদিকা নাসিমা আক্তার চৌধুরী। সদস্য নির্বাচিত হন, মো: আলতাফুল হক, এডভোকেট মাসুক আহমদ চৌধুরী, এডভোকেট আনছারুজ্জামান, এডভোকেট নজরুল ইসলাম, মো: মাসছুনুর এ.কে.এম, শুয়েবুল ইসলাম, নুর উদ্দিন চৌধুরী।
সমিতির আহবায়ক আলতাফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি এমএ হান্নান, ডাঃ জাকারিয়া মানিক, মতিউর রহমান, বদরুল আমিন মানিক, মাহবুবুর রব চৌধুরী ফয়ছল, কানাইঘাট সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মামুন রশিদ, এডভোকেট মাসুক আহমদ চৌধুরী, সালেহ আহমদ, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, সমাজসেবী আব্দুর রহিম, কবি সারোয়ার ফারুকী সহ সংগঠনের সদস্যবৃন্দ।