ইবনে সিনা হাসপাতালের মহিলা ইভেন্টের খেলা উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ৭:১৫:০২ অপরাহ্ন
ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেড এর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব ২০২৪ এর মহিলা ইভেন্টের খেলার উদ্বোধনী অনুষ্ঠান সোমবার সম্পন্ন হয়। মহিলা স্টাফদের জন্য বালিশ পাসিং, বাসকেটে বল নিক্ষেপ ও ক্যালিওগ্রাফি/চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সিনিয়র এসিস্ট্যান্ট ম্যানেজার মোঃ আজহার উদ্দিন খান এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাসপাতালের ডিরেক্টর মেডিকেল সার্ভিসেস কর্ণেল (অবঃ) ডাঃ রুকনুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের ম্যানেজার (এডমিন) এন্ড ইনচার্জ আলী হায়দার মোঃ তানভীর। সভাপতি হিসেবে বক্তব্য রাখেন বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব এর ওয়ার্কিং কমিটির কো-অর্ডিনেটর এজিএম এন্ড হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ ওবায়দুল হক। আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মহিলা স্টাফদের খেলা বাস্তবায়নের উপ-কমিটির কো-অর্ডিনেটর প্যাথোলজিস্ট ডাঃ নাহিদা আফরিন তানিয়া ও সিনিয়র মেডিকেল অফিসার ডা: নাসরিন সুলতানা আঁখি।
প্রধান অতিথির বক্তব্যে কর্ণেল (অবঃ) ডাঃ রুকনুল ইসলাম চৌধুরী বলেন, ইবনে সিনা হাসপাতাল প্রতি বছরই স্টাফদের নিয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব এর আয়োজন করে থাকে। খেলাধুলার মাধ্যমে যেমন শারীরিকভাবে সুস্থ থাকা যায় তেমনি সংস্কৃতি চর্চার মাধ্যমেও মানসিক প্রফুল্লতা অর্জিত হয়। এতে কাজের প্রতি মনোযোগ বাড়ে ও একগুঁয়েমী দূর হয়। আমি আশা করছি এই ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক উৎসব আমাদের মধ্যে কর্মস্পৃহা বৃদ্ধি করবে এবং হাসপাতালে আগত রোগীদের যথাযথ সেবা প্রদান করতে মনোযোগী হবো।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চীফ মেডিকেল অফিসার মেজর (অবঃ) ডাঃ আব্দুস সালাম চৌধুরী, একাউন্টস ইনচার্জ মোঃ মনিরুজ্জামান, সিনিয়র এসিস্ট্যান্ট ম্যানেজার খলিলুর রহমান খান, ডেপুটি নার্সিং সুপারিনটেনডেন্ট মোসাঃ মর্জিনা খাতুন প্রমুখ।
উল্লেখ্য, মাসব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসবে মোট ৫টি ইভেন্টে সম্পন্ন হবে। ইতোমধ্যেই আকর্ষণীয় ইভেন্ট ক্রিকেট, ফুটবল ও ব্যাডমিন্টন এর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এর মধ্যে ক্রিকেট টুর্নামেন্ট ৮টি টিমের মধ্যে, ফুটবল টুর্নামেন্টে ৩২টি টিমের মধ্যে এবং ব্যাডমিন্টন টুর্নামেন্ট ৯৬টি টিমের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে। বিজ্ঞপ্তি