সুফিয়ান আহমদ চৌধুরীর দুটি বইয়ের মোড়ক উন্মোচন
প্রকাশিত হয়েছে : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ৭:২১:১৬ অপরাহ্ন
অমর একুশে বইমেলা ২০২৪ এ দর্পণ প্রকাশ থেকে প্রকাশিত ছড়াকার, গল্পকার সুফিয়ান আহমদ চৌধুরী (এডভোকেট)’র দুটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৫ টায় বইমেলার সোহওয়ার্দী উদ্যোনের লিটলম্যাগ চত্বরে ‘রাজার চোখে বানের পানি’ ও ‘স্বপ্নের ফেরিওয়ালা’ বই দুটির মোড়ক উন্মোচন শেষে বই নিয়ে উন্মুক্ত আলোচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈঠা সম্পাদক ও কবি শিহাব শাহরিয়ার, গল্পকার ও সায়েন্স ফিকশন লেখক ইউনুস আহমেদ, কিশোর লেখার সম্পাদক ও ছড়াকার আইরীন নিয়াজী মান্না, ছড়াভূমির সম্পাদক ও ছড়াকার রানাকুমার সিংহ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা সোমা দেব, গল্পকার ও শিশুসাহিত্যিক মোহাম্মদ অংকন, কাঠবেড়ালির সম্পাদক ফারা দিবা, তালপাতার সম্পাদক জাকির হোসেন প্রমুখ।
উল্লেখ, সুফিয়ান আহমদ চৌধুরীর প্রকাশিত ‘রাজার চোখে বানের পানি’ ও ‘স্বপ্নের ফেরিওয়ালা’ বই দুটি মেলার সপ্তডিঙা প্রকাশন, প্রতিভা প্রকাশ, কিশোর ভুবন, কিশোর লেখা, রৌদ্রছায়া প্রকাশ, পাপড়ি প্রকাশসহ বেশ কয়েকটি স্টলে পাওয়া যাচ্ছে। এছাড়াও ঘরে বসে বইগুলো রকমারি ডট কম থেকে পাঠক সংগ্রহ করতে পারবে। বিজ্ঞপ্তি