সুনামগঞ্জে জ্বালানি স্বাক্ষরতা বিষয়ক প্রশিক্ষণ
প্রকাশিত হয়েছে : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ৭:৪৭:২১ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে ইন্টিগ্রেডেট এনার্জি এন্ড পাওয়ার মাস্টার প্লান- আইইপিএমপি এবং জ্বালানি স্বাক্ষরতা বিষয়ক প্রশিক্ষণ রোববার অনুষ্ঠিত হয়েছে। ক্লিন ও বিডব্লিওজিইডি’র সহযোগিতায় শহরের লতিফা কনফারেন্স হলে হাউস এ কর্মশালার আয়োজন করে। এতে সুনামগঞ্জের তরুণ-যুবক-নারী পরিবেশ ও জলবায়ুকর্মীরা অংশগ্রহণ করেন।প্রশিক্ষণে কার্বন নির্গমন, জলবায়ু পরিবর্তন, বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত, নবায়নযোগ্য জ্বালানি প্রভৃতি বিষয়ে সম্যক ধারণা প্রদান করা হয়। ক্লিনের কার্যক্রম সমন্বয়কারী মাহবুব আলম প্রিন্স, গবেষণা কর্মকর্তা সেজিনা খান সুকন্যা, হাউস এর নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী প্রশিক্ষণের বিভিন্ন সেশন পরিচালনা করেন। দিনব্যাপী উক্ত কর্মশালার সার্বিক সমন্বয়ে ছিলেন হাউস এর কার্যক্রম সমন্বয়কারী শরীফ আহমদ।