কিং চার্লসের বাড়িতে আমন্ত্রিত বাংলাদেশী বংশোদ্ভুত আলীনা
প্রকাশিত হয়েছে : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ৮:১৭:৩৬ অপরাহ্ন
ব্রিটেনের রাজা কিং চার্লস এর বাসভবন বাকিংহাম প্যালেসে আমন্ত্রিত হয়েছে বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ স্কুল শিক্ষার্থী আলীনা সালাম। কিং চার্লস এর সহধর্মীনি কুইন ক্যমিলার আমন্ত্রণে আগামী ২৮ ফেব্রুয়ারি বুধবার বাকিংহাম প্যালেসে যাচ্ছে আলীনা। সেখানে একটি পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে কুইন ক্যমিলার হাত থেকে পুরষ্কার গ্রহণ করার কথা রয়েছে।
আলীনা সালাম যুক্তরাজ্যের বার্মিংহাম সিটির সলিসিটর ও কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুস সালাম মোহাম্মদ মাসুম এর দ্বিতীয় কন্যা। সে কনওয়ে স্কুলের ক্লাস সিক্সের শিক্ষার্থী। জানতে চাইলে আলীনা সালাম জানান, তার স্কুলে বিবিসি একটি প্রতিযোগিতায় অংশ নিয়ে সে উত্তীর্ণ হওয়ায় কুইন ক্যমিলার আমন্ত্রণে সে বাকিংহাম প্যালেসে যাওয়ার আমন্ত্রণ পেয়েছে। ইতিমধ্যে কুইন ক্যামিলার আমন্ত্রণপত্র তার হাতে এসে পৌঁছেছে।
আলীনার পিতা সলিসিটর আব্দুস সালাম মোহাম্মদ মাসুম সুনামগঞ্জ পৌর শহরের মোহাম্মদপুর এলাকার আদি বাসিন্দা। বতর্মানে তিনি যুক্তরাজ্যর বার্মিংহামে স্বপরিবারে বসবাস করে আসছেন। বিজ্ঞপ্তি