বালুচরে দরিদ্রদের স্বপ্ন ফাউন্ডেশনের মুষ্টির চাল বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ৮:২২:৪৯ অপরাহ্ন
সিলেট সিটি করপোরেশনের ৩৬ নং ওয়ার্ডের উত্তর বালুচর নতুন বাজারে দরিদ্রদের মাঝে মুষ্টির চাল বিতরণ করেছে দাতব্য সংস্থা স্বপ্ন ফাউন্ডেশন। সোমবার বিকেলে বাছাইকৃত দরিদ্র ও প্রতিবন্ধী ৪০টি পরিবারের মধ্যে চালডালসহ খাদ্যসামগ্রি বিতরণ করে সংস্থাটি। প্রতিটি প্যাকে খাদ্য সামগ্রির মধ্যে ছিল ৫ কেজি চাল, ২ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু, ১ কেজি ডাল ও ১ লিটার সয়াবিন তেল ।
এ সময় উপস্থিত ছিলেন স্বপ্ন ফাউন্ডেশন বাংলাদেশের দায়িত্বশীল হাফিজ মাওলানা জামিল আহমদ চৌধুরী, ফাউন্ডেশনের সদস্য মাওলানা রেজাউল হক, উবায়দুল হক, রোকন খান, বিশিষ্ট সমাজসেবী নাজিমুদ্দিন ও বালুচর জামিআ সিদ্দিকিয়ার শিক্ষক মাওলানা জাফর ইকবাল প্রমুখ।
অনুষ্ঠানে মাওলানা জামিল আহমদ চৌধুরী বলেন, স্বপ্ন ফাউন্ডেশনের ‘এক মুঠো ভালোবাসা’ প্রজেক্টের আওতায় প্রতি মাসে শহরের বিভিন্ন বাসাবাড়ি থেকে মুষ্টির চাল সংগ্রহ করে এর সাথে তেল-ডাল ইত্যাদি যুক্ত করে দরিদ্র পরিবারসমূহের মধ্যে বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। বাসাবাড়ির দ্বীনদার নারীরা যেন মাসের প্রতিটি দিন সাদাকায় শামিল থাকতে পারেন, সে লক্ষ্যে প্রজেক্টটি পরিচালিত হচ্ছে। বিজ্ঞপ্তি