বন্দরবাজারে চা স্টল পুড়ে ছাই
প্রকাশিত হয়েছে : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ৮:৩৫:১১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: নগরীর বন্দরবাজার রংমহল টাওয়ার সংলগ্ন জেলা কারাগারের স্টাফ কোয়ার্টারের পাশে একটি চায়ের স্টলে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে পুড়ে ছাই হয়ে গেছে একটি চায়ের দোকান।
রোববার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে এই অগ্নিকা-ের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সিলেট ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত ১১টার দিকে অগ্নিকা-ের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘন্টাখানের চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে চায়ের স্টলের তিনটি রুম পুড়ে গেছে। তবে আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতির পরিমান বলা যাচ্ছে না।