বালুচরে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ৮:৩৮:৪২ অপরাহ্ন
স্টাপ রিপোর্টার : নগরীর শাহপরান থানাধিন বালুচর এলাকা থেকে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেল চারটার দিকে উত্তর বালুচর জোনাকি এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। ঐ তরুণীর নাম অরুনা বেগম (২৪)। অরুনা সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার (মাটগাও) গ্রামের মৃত আব্দুল সালামের মেয়ে।
পুলিশ জানায়, বিকেল চারটার দিকে খবর পেয়ে পুলিশ গিয়ে বাসা থেকে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয়া ওই তরুণীর মরদেহ উদ্ধার করে। তবে তার ফাঁস দেয়ার কারণ জানা যায়নি।এসএমপির শাহপরান থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বলেন, নগরীর বালুচর থেকে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করতে পারে। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি।