বিএনপির ২ দিনের কর্মসূচি ঘোষণা
প্রকাশিত হয়েছে : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ৯:৩৪:১৪ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনাসভাসহ দুই দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, রাজধানী ঢাকার নেওয়া বিভিন্ন কর্মসূচি ছাড়াও ২১ ফেব্রুয়ারি সারাদেশে দলীয় কার্যালয়ে সকাল ৬টায় জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, প্রভাত ফেরী এবং স্থানীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবে দলীয় নেতাকর্মীরা। এ দিন দেশব্যাপী দলের বিভিন্ন ইউনিট স্থানীয় সুবিধানুযায়ী ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভার আয়োজন করতে নির্দেশনা দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে।