জাতিসংঘের আদালতে ইসরায়েলের বিরুদ্ধে শুনানি শুরু
প্রকাশিত হয়েছে : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ৯:৩৫:০৯ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনি ভূখণ্ড দখল নিয়ে জাতিসংঘের আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে ইসরায়েলের বিরুদ্ধে শুনানি শুরু হয়েছে। সোমবার নেদারল্যান্ডসের হেগে এই শুনানি শুরু হয়। মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার প্রতিবেদনে বলা হয়, দি হেগের পিস প্যালেসে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিজের) সদর দপ্তরে সপ্তাহব্যাপী অধিবেশনে যোগ দিয়ে বিচারকদের উদ্দেশ্যে বক্তব্য রাখবে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনসহ অন্যান্য দেশ। আশা করা হচ্ছে, ৫২টি দেশ তথ্য-প্রমাণ জমা দেবে, যা হবে এক নজিরবিহীন দৃষ্টান্ত।
২০২২ এর ডিসেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদ আইসিজেকে পূর্ব জেরুজালেমসহ ইসরায়েলের অধিগ্রহণ করা সমগ্র ফিলিস্তিনি ভূখ-ে দেশটির নীতিমালা ও চর্চার আইনি পরিণাম” সম্পর্কে বাধ্যতামূলক নয় এমন ‘পরামর্শমূলক মতামত’ দেওয়ার আহ্বান জানায়।
সাধারণ পরিষদ আইসিজেকে দুটি প্রশ্ন বিবেচনায় নিতে বলেছে। প্রথমত, জাতিসংঘ বলছে, “ইসরায়েল ধারাবাহিকভাবে ফিলিস্তিনিদের নিজেদের সিদ্ধান্ত নিজেদের নেওয়ার অধিকারের লঙ্ঘন করে যাচ্ছে।” এ ক্ষেত্রে আইসিজের প্রাথমিক দায়িত্ব জাতিসংঘের এই দাবির আইনি পরিণাম যাচাই করা।
দ্বিতীয়ত, আইসিজেকে সুপারিশ করতে বলা হয়েছে, কীভাবে ইসরায়েলের পদক্ষেপে ‘অধিগ্রহণের আইনি অবস্থান প্রভাবিত হয়েছে’ এবং এতে জাতিসংঘ ও অন্যান্য দেশের ওপর কী প্রভাব পড়ছে। আদালত যত দ্রুত সম্ভব এ বিষয়টি নিয়ে রায় দেবে। ধারণা করা হচ্ছে, চলতি বছরের শেষে এই রায় আসবে। তবে ইসরায়েল শুনানিতে অংশ নেবে না। ২০২২ সালে জাতিসংঘ এই অনুরোধ জানালে তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিল।