সিসিক অভিযানে ৪ লক্ষ ৫০ হাজার টাকা আদায়
প্রকাশিত হয়েছে : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ৫:৪০:১৯ অপরাহ্ন
বকেয়া হোল্ডিং ট্যাক্স বিল পরিশোধ আদায়ে অভিযান পরিচালনা করেছে সিলেট সিটি কর্পোরেশন। সিসিকের রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রট মতিউর রহমান খাঁনের নেতৃত্বে মঙ্গলবার নগরীর ১১ নং ওয়ার্ডে অভিযান চালানো হয়। অভিযানে ৪ লক্ষ ৫০ হাজার টাকা চেকের মাধ্যমে আদায় করা হয়।রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রট মতিউর রহমান খাঁন জানান, অপরিশোধিত হোল্ডিং ট্যাক্স যারা পরিশোধ করেননি তাদের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।
এসময় সিলেট মেট্রোপলিটন পুলিশের একটি দল এবং সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি