সুনামগঞ্জে ভারতীয় ২৮০ বস্তা পেঁয়াজ আটক
প্রকাশিত হয়েছে : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ৬:৪১:৪০ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে ২৮০ বস্তা অবৈধ ভারতীয় পেঁয়াজ আটক করা হয়েছে। মঙ্গলবার ভোর ৪ টার দিকে সদর উপজেলার গৌরারং ইউনিয়নের লালপুর বাজারে বালুপাথর ব্যবসায়ী মমিন মিয়ার গোডাউন থেকে ১৭৫ বস্তা ও দারু মিয়ার সুফিয়া অটো রাইসমিল থেকে ৭১ বস্তা ও রাস্তা থেকে পরিত্যক্ত অবস্থায় ৩৪ বস্তাসহ মোট ২৮০ বস্তা পেঁয়াজ আটক করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১২ লাখ টাকা।
জানা যায়, সীমান্ত লাউড়েরগড় থেকে কাভার্ড ভ্যান ভর্তি ২৮০ বস্তা পেঁয়াজ জেলার বাইরে পাচারের জন্য সড়ক পথে রওয়ানা দেয়। লালপুর এলাকায় ট্রাকটি পৌঁছলে কে বা কারা এসব মালামাল গোডাউন ও রাইসমিলে জব্দ করে রাখে। এসব ঘটনা জানাজানি হলে স্থানীয় ইউপি সদস্য মমিন মিয়া থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে এস আই শাহাদাত ঘটনাস্থলে এসে ২৮০ বস্তা পেঁয়াজ জব্দ করে থানায় নিয়ে যান।
বালু পাথর ব্যবসায়ী মমিন মিয়া জানান, আমি ঘুমে ছিলাম। খবর পেয়ে আমি গোডাউনে এসে দেখি পুলিশ গোডাউন থেকে মালামাল উদ্ধার করে থানায় নিয়ে যান। কে বা কারা গোডাউনের একটি দোকানের তালা ভেঙ্গে পেঁয়াজ মজুদ করেছে।সদর থানার ওসি তদন্ত শাহ ওয়ালি আশরাফ বিষয়টি নিশ্চিত করে বলেন, ২৮০ বস্তা পেঁয়াজ লালপুর এলাকা থেকে আটক করা হয়েছে। কারা এসবের সাথে জড়িত তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।