ঢাকা বিভাগীয় পরিষদ বাহরাইন এর সভাপতি নাহিদ ও সম্পাদক রুবেল
প্রকাশিত হয়েছে : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ৭:০৩:০৩ অপরাহ্ন
বাহরাইন প্রতিনিধি : ‘চলবো মোরা এক সাথে, করবো জয় মানবতাকে’ এই স্লোগানকে সামনে রেখে ঢাকা বিভাগীয় পরিষদ বাহরাইনের কমিটি গঠন করা হয়েছে। এতে নজরুল ইসলাম নাহিদকে সভাপতি ও রুবেল মাহমুদকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
গত বৃহস্পতিবার দেশটির জুফের এলাকায় আল মঞ্জিল হোটেলে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়।সংগঠনের প্রধান উদ্যোক্তা আসিফ আহমেদের সভাপতিত্বে ও সমন্বয়ক সৈয়দ মামুন হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কমিটির নবনির্বাচিত সভাপতি নজরুল ইসলাম নাহিদ। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স এ কে এম মহিউদ্দিন কায়েস। বিশেষ অতিথি ছিলেন দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো. মাহফুজুর রহমান।
কমিটির অন্যান্যরা হলেন, শেখ নাহিদ সিনিয়র সহ-সভাপতি, মুরাদ হোসেন সহ-সভাপতি, আল আমিন সিনিয়র যুগ্ম সম্পাদক, দুলাল তালুকদার যুগ্ম সম্পাদক, মো. সোহেল সাংগঠনিক সম্পাদক, আব্দুল জলিল সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, কাজী রিয়াজ অর্থ সম্পাদক, মো. মোশারফ সহ-অর্থ সম্পাদক, মোহাম্মদ ইউনুস প্রচার সম্পাদক ও রুমেল সহ-প্রচার সম্পাদক, শেখ মনির আপ্যায়ন সম্পাদক, নুর ইসলামকে কার্যনির্বাহী সদস্য করে সংগঠনের প্রধান উদ্যোক্তা আসিফ আহমেদ ৭১ সদস্যের এই কমিটি ঘোষণা করেন।