কুলাউড়া শিশু একাডেমীর শহিদ দিবসে কর্মশালা
প্রকাশিত হয়েছে : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ৭:৩১:৫৮ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: কুলাউড়া উপজেলা প্রশাসন ও শিশু একাডেমীর আয়োজনে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘মায়ের ভাষা শিখি, শুদ্ধভাবে লিখি’ শীর্ষক কর্মশালা, সুন্দর হাতের লিখা, চিত্রাংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা এবং আলোচনাসভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দুপুরে উপজেলা শিশু একাডেমী কার্যালয়ে উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আবুল বাশার এর সভাপতিত্বে ও শহিদুল ইসলাম তনয় এর উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও মাহমুদুর রহমান মামুন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন লংলা আধুনিক কলেজের সহকারি অধ্যাপক মাজহারুল ইসলাম, কবি ভানু পুরকায়স্থ, সাংবাদিক চৌধুরী আবু সাইদ ফুয়াদ, অভিবাবক সুমন মিত্র, শাকিলা জামান ও সেবিকা রানী দে প্রমুখ। প্রতিযোগিতায় ৩ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।