বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতালের ৯ম বর্ষপূর্তি উদযাপন
প্রকাশিত হয়েছে : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ৭:৪০:৩৫ অপরাহ্ন
বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের ৯ম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার হাসপাতালের কনফারেন্স হলে দুপুর ১২ টায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। হাসপাতালের মেডিকেল এডভাইজার সাবেক সিভিল সার্জন ডাঃ ফয়েজ আহমদ’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ আসিব আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার, থানা অফিসার ইনচার্জ দেবদুলাল ধর, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির।
হাসপাতালের সিইও এন্ড এমডি এম সাব উদ্দিন হাসপাতাল কর্তৃক গৃহীত বিভিন্ন কর্ম-পরিকল্পনার কথা উল্লেখ করেন। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বিবিসিজিএইচ-এর উপদেষ্টা বুরহান উদ্দিন, ট্রাস্টি ও মার্কেটিং ডাইরেক্টর ফরহাদ হোসাইন টিপু, ট্রাস্টি আল মামুনুর রশিদ হিলারী ও খলিলুর রহমান মাসুক, হাসপাতালের অন্যতম লাইফ মেম্বার, বিয়ানীবাজার উপজেলা প্রগতী এডুকেশন ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি হাবিবুর রহমান ময়না, লাইফ মেম্বার নাসিম আহমেদ (ছুনু) ও হেলাল তাপাদার, হাসপাতালের কোর্ডিনেটর জাকির হোসেন খান, বাংলাদেশ শিক্ষক সমিতির বিয়ানীবাজার উপজেলা শাখার অর্থ-বিষয়ক সম্পাদক মিসবাহ উদ্দিন, হাসপাতালের ইনচার্জ ও আরএমও ডাঃ কাওসার রহমানসহ হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম কর্মীবৃন্দ। বিজ্ঞপ্তি