বড়লেখায় মাদ্রাসায় শ্রেণিকক্ষ নির্মাণ উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ৬:২৫:০৪ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখা উপজেলার ফকিরবাজার দাখিল মাদ্রাসার জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ শ্রেণিকক্ষ ভবন ভেঙ্গে মঙ্গলবার দুপুরে ৪ রুম বিশিষ্ট একটি নতুন শ্রেণিকক্ষ ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আমেরিকা প্রবাসী তাহির আলী ও দুবাই প্রবাসী শামীম উদ্দিন এবং স্থানীয় দানশীল ব্যক্তিদের অর্থায়নে কক্ষগুলো নির্মিত হচ্ছে।
দীর্ঘদিন ধরে মারাত্মক ঝুঁকি নিয়ে এগুলোতে চলছিল শ্রেণি কার্যক্রম। শ্রেণিকক্ষ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে মাদ্রাসা ক্যাম্পাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার সুপার মাওলানা ইব্রাহিম আলীর সভাপতিত্বে ও সহ-সুপার মাওলানা আব্দুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খান, মাদ্রাসা পরিচালনা কমিটির সাবেক সভাপতি শামীম আহমদ, শিক্ষানুরাগী আবুল হোসেন, আব্দুস শুকুর, আব্দুস সুবহান। অন্যদের মধ্যে জালাল উদ্দিন জিলাই, বায়ান উদ্দিন, ছাদ উদ্দিন, আব্দুল হাফিজ, মাদ্রাসা শিক্ষক নুরুল ইসলাম, মজির উদ্দিন, আব্দুল মুমিত প্রমুখ বক্তব্য দেন।