ভয়েজ অব মৌলভীবাজার কেন্দ্রীয় কমিটির মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ৬:২৫:৪৮ অপরাহ্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি: লন্ডনস্থ ভয়েজ অব মৌলভীবাজার এর কেন্দ্রীয় কমিটির সভাপতিসহ কয়েকজন নেতৃবৃন্দ স্বদেশ আগমন উপলক্ষে শুভেচ্ছা বিনিময় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টায় মৌলভীবাজার এম সাইফুর রহমান সড়কস্থ একটি অভিজাত রেষ্টুরেন্টে ভয়েজ অব মৌলভীবাজার জেলা কমিটির উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সহ সভাপতি মো: আব্দুল ওয়াহাব পান্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বকশি মিছবাহ উর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লন্ডনস্থ ভয়েজ অব মৌলভীবাজার এর কেন্দ্রীয় কমিটি’র সভাপতি শাহ আতাউর রহমান মধু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটি’র সহ সভাপতি আক্তারুজ্জামান কোরেশী নিপু, কোষাধ্যক্ষ নুরুউদ্দিন নসরু ও সহ সাধারণ সম্পাদক কার্ডিফ কান্ট্রি কাউন্সিলর মো: সালেহ আহমেদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা কমিটির অর্থ সম্পাদক অজয় সেন, সহসাধারণ সম্পাদক জুয়েল আহমদ, দপ্তর সম্পাদক সৈয়দ ছায়েদ আহমেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নিখিল তালুকদার ও হাবিবুর রহমান প্রমুখ।
মতবিনিময় সভায় স্থানীয়ভাবে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের ভূয়শী প্রশংসা করা হয় এবং ঝিমিয়ে পড়া সংগঠনকে সাংগঠনিক কার্যক্রমে গতিশীল করতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন ও প্রকল্প গ্রহণের পরামর্শ প্রদান করা হয়।