ভোলাগঞ্জ মাদ্রাসার হিফজ শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ৭:২৬:৫১ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ আরাবিয়া হাফিজিয়া মাদ্রাসার ২০২৩/২৪ শিক্ষাবর্ষের সানাবিয়্যাহ উলয়া ১ম ও তাহফিজুল কুরআন (হিফজ) সামাপনকারী ছাত্রদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় মাদ্রাসার হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সংবর্ধিত ছাত্ররা হলেন, সানাবিয়্যাহ ১ম এর উমর ফারুক, জুনাইদ হাসান, আহসানুল হক, ফয়সল আহমদ, হাফিজ আশফাকুল হক এবং হিফজ সমাপণকারীরা হলেন, হাফিজ রাসেল আহমদ, হাফিজ জাবের আহমদ, হাফিজ ফাহাদ হাসান, হাফিজ মিজানুল হাসান সোহাগ, হাফিজ আহসান আল তাওহিদ।
এসময় মাদ্রাসার সভাপতি শাহাব উদ্দীনের মায়ের মৃত্যুতে তাঁর মা-বাবার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার শিক্ষক মাওলানা মিসবাহ উদ্দিন ও মাওলানা ইমাম উদ্দীনের উপস্থাপনায় সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার শিক্ষাসচিব মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা ফখরুল ইসলাম মাসরুর।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসার মুহতামিম শায়খ আহমদ কবির (দা বা:)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলাবাড়ি মাদ্রাসার মুহতামিম মুফতি আব্দুল মুছাব্বির, নয়াসড়ক মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা আতাউর রহমান, কাওমী মাদ্রাসা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক হাফিজ জামাল উদ্দিন, আঙ্গুরা মোহাম্মদপুর মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা জফির উদ্দিন, কোম্পানীগঞ্জ ইমাম সমিতির সভাপতি মাওলানা মাসুম আহমদ, দলইরগাও মাদরাসার মুহতামিম মুফতি সিকন্দর আলী, সিলেট ৭নং ওয়াডের কমিশনার সাইদ আব্দুল্লাহ।
আরো উপস্থিত ছিলেন, ভোলাগঞ্জ মাদ্রাসার সভাপতি শাহাব উদ্দিন, আব্দুস সালাম বাবুল, ভোলাগঞ্জ হাই স্কুলের সভাপতি আবুল বাশার, বশির আহমদ, ফজল উদ্দিন ও মাদ্রাসার আসাতিজায়ে কেরাম ও অবিভাবকবৃন্দ। পরে বিদায়ী ছাত্রদের ক্রেস্ট, ডায়রী ও রুমাল প্রধান করা হয়।