মাধবপুরে ট্রাক-বাসের সংঘর্ষে নারীসহ ১৮
প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ৭:৩১:২০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ১৮ জন আহত হয়েছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার হাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানা যায়, ঢাকাগামী যাত্রীবাহী মামুন বাসের সাথে সিলেটগামী পণ্যবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে বাসটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে গিয়ে ১৮ জন আহত হন। খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আহতদের দ্রæত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও সিলেটে পাঠানো হয়েছে।
আহতরা হলেন- রুমা বেগম (২৩), আব্দুল আহমদ (৩৫), সজীব (২৫), মাহমুদা (৪৩), মুক্তা রানী (২২), তোফায়েল আহমদ (২৫), আজমল হোসেন (২৫), মিলন হাওলাদার (৪০), রাজিব (২১), আব্দুল কাদির (২০), মিলন হোসেন (৩৪), মাহমুদ হোসেন। অন্যদের নাম-পরিচয় পাওয়া যায়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্তমকর্তা (ওসি) রকিবুল ইসলাম খাঁন।