আল-আমীন জামেয়ায় মাতৃভাষা দিবস পালন
প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ৭:৩৬:৩৭ অপরাহ্ন
সিলেট সিটি কর্পোরেশনের ৩৫ নং ওয়ার্ডের ইসলামপুরস্থ আল-আমীন জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়-এ ২১ ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী বিদ্যালয়ের হলরুমে তিনটি পর্বে অনুষ্ঠিত হয়।
প্রথম পর্বে প্রাথমিক বালিকা শাখার শিক্ষার্থীদের নিয়ে অনুুষ্ঠিত প্রোগ্রামে কুরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী নাকিবা জান্নাত ইভা। হাম্দ পরিবেশন করেন শেখ মারওয়া। সহকারী শিক্ষক মনিরা বেগমের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রাইমারী কো-অর্ডিনেটর সাহিদা খানম। প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা মো: ফারুকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মো: গিয়াস উদ্দিন, ৩৪ নং ওয়ার্ড কাউন্সিলর জয়নাল আবেদীন। সভাপতি হিসেবে বক্তব্য রাখেন জামেয়ার প্রধান শিক্ষক মোহাম্মদ জসীম উদ্দিন। আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
২য় পর্বে বালক শাখার শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত প্রোগ্রামে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী ইসহাক আহমদ। হাম্দ পরিবেশন করেন শিক্ষার্থী আরিফিন সিয়াম। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ শামীম আহমদের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোহাম্মদ জসীম উদ্দিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৩২ নং ওয়ার্ড কাউন্সিলর রুহেল আহমদ, লন্ডন প্রবাসী শিক্ষানুরাগী রেজওয়ান খান, পরিচালনা কমিটির সদস্য মোয়াক্কির আহমদ সিদ্দিকী। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রাইমারী কো-অর্ডিনেটর (বালক) শাহ মাহমুদুল হক, ক্রীড়া কমিটির আহবায়ক মো: আব্দুল জলিল। আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
৩য় পর্বে মাধ্যমিক বালিকা শাখার শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে কুরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী নুরী জাহান। বিদ্যালয়ের শিক্ষিকা বুশরা আক্তার এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দি সিলেট ইসলামিক সোসাইটির সেক্রেটারী ও বিদ্যালয়ের সভাপতি মুহাম্মদ আব্দুস শাকুর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম, পরিচালনা কমিটির অভিভাবক সদস্য তাহমিনা ফেরদৌসী। শুভেচ্ছা বক্তব্য রাখেন মাধ্যমিক শাখার (বালিকা) কো-অর্ডিনেটর মোশারফুন্নেছা। আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি