মানবসেবার পাশাপাশি খেলাধূলায়ও এগিয়ে রয়েছে ইবনে সিনা পরিবার : মাওলানা হাবিবুর রহমান
প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ৭:৩৯:১৪ অপরাহ্ন
ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেড এর ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান বলেছেন, মানবসেবার পাশাপাশি বৃহত্তর সিলেটে প্রতিটি দুর্যোগময় মুহূর্তে ইবনে সিনা পরিবার যেমন সহযোগিতার হাত প্রসারিত করে অসহায় মানুষের পাশে দাঁড়ায়, তেমনি খেলাধূলায়ও এই হাসপাতালের সদস্যরা প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। ক্রীড়া ও সংস্কৃতিতে এই হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা অনেক এগিয়ে রয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নগরীর এমসি কলেজ খেলার মাঠে ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের বার্ষিক ক্রীড়া ও সংস্কৃতি প্রতিযোগিতার ক্রিকেট ইভেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিযোগিতার আহবায়ক ও হাসপাতালের সহকারী জেনারেল ম্যানেজার মো. ওবায়দুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাসপাতালের পরিচালক অধ্যাপক আব্দুল হান্নান ও ডা. মোদাব্বির হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের চিফ মেডিকেল অফিসার মেজর (অব.) আব্দুস সালাম, ম্যানেজার (এডমিন) আলী হায়দার মো. তানভীর, ডেপুটি ম্যানেজার (অর্থ) মো. মনিরুজ্জামান, ডেপুটি ম্যানেজার (এইচআরডি) ইকবাল খন্দকার, সিনিয়র এসিস্ট্যান্ট ম্যানেজার মামুন সরকার, সিনিয়র এসিস্ট্যান্ট ম্যানেজার (ব্যবসা ও উন্নয়ন) মো. শাহেদ আলী, এসিস্ট্যান্ট ম্যানেজার ও রিকাবীবাজার শাখা ইনচার্জ রেজাউল ইসলাম, এসিস্ট্যান্ট ম্যানেজার (এডমিন) আজহার উদ্দিন খান ও মাজহারুল ইসলাম মুমিন, এসিস্ট্যান্ট ম্যানেজার (ফার্মেসি) জাহাঙ্গীর আহমদ, এসিস্ট্যান্ট ম্যানেজার (ক্যান্টিন) হাবিবুর রহমান, এসিস্ট্যান্ট ম্যানেজার সুমন সরকার প্রমুখ।
বৃহস্পতিবার যমুনা ও কুশিয়ারা ক্রিকেট টিম ফাইনালে মুখোমুখি হয়। বড় ব্যবধানে কুশিয়ারাকে হারিয়ে যমুনা শিরোপা লাভ করে। বিজ্ঞপ্তি