আলমপুর জামিয়ায় হিফয সমাপনী সবক
প্রকাশিত হয়েছে : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ৬:৫১:১১ অপরাহ্ন
আলমপুর জামিয়া ইসলামিয়া সিলেট এর ছাত্র সংগঠন আল-মাহফুয ছাত্র সংসদের উদ্যোগে ২০২৩/২০২৪ খ্রীস্টাব্দের ৫ম শ্রেণীর সমাপনী পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও হিফয সমাপনী সবক অনুষ্ঠান বৃহস্পতিবার জামেয়ার হল রুমে অনুষ্ঠিত হয়।জামিয়ার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুস সামাদ আল আজাদের সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমপুর জামিয়া ইসলামিয়া সিলেট এর প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাফিজ মাওলানা মাহফুজুর রহমান হোসাইনি।
জামিয়ার হিফয বিভাগের শিক্ষক হাফিজ মাওলানা রাফি মুস্তফার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলমপুর জামিয়ার শিক্ষা সচিব মাওলানা আবুল হোসেন, আয়মান’স ডাইন’র পরিচালক হেলাল উদ্দিন, ফেইথ এসোসিয়েট এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহমান, মাওলানা শাহেদ আহমদ, মাওলানা ওমর ফারুক, মাস্টার রিয়াজ উদ্দিন, মাওলানা মোস্তফা আহমদ সোহান, হাফিজ মাওলানা কাওছার আহমদ সহ প্রমুখ। বিজ্ঞপ্তি