ভাষা দিবসে মহিলা আওয়ামীলীগের শ্রদ্ধা নিবেদন
প্রকাশিত হয়েছে : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ৬:৫২:১৭ অপরাহ্ন
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন সিলেট জেলা মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
বুধবার সকাল ১০ টায় সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে সিলেট জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি, সিসিক কাউন্সিলর এডভোকেট সালমা সুলতানা ও সাধারণ সম্পাদক সিলেট জেলা মহিলা সংস্থার সভাপতি হেলেন আহমদ এর নেতৃতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাজনীন হোসেন, আছিয়া শিকদার, মাধুরী গুণ, সাজেদা পারভীন, সুষমা সুলতানা রুহি, সাজনা সুলতানা চৌধুরী, হাসিনা বেগম, অঞ্জনা সরকার, হেলেনা বেগম, রুমা বেগম প্রমুখ।