রোটারি ক্লাব পাইওনিয়ার এর ফ্রি খৎনা ক্যাম্প
প্রকাশিত হয়েছে : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ৬:৫৪:১২ অপরাহ্ন
আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস উপলক্ষে রোটারি ক্লাব সিলেট পাইওনিয়ার ও রোটারি ক্লাব সিলেট প্যারাডাইসের উদ্যোগে দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের বিবিদইল আবু-দৌলত শাহ জাকারিয়া (রঃ) মডেল মাদ্রাসায় ক্লাবের ৬ষ্ঠ প্রজেক্ট ফ্রি খৎনা ক্যাম্পেইন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় ক্যাম্পেইনের কার্যক্রম শুরু হয়। এ উপলক্ষে ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান মকসুদুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও পরিচালনায় এবং রোটারি ক্লাব অব প্যারাডাইসের প্রেসিডেন্ট রোটারিয়ান সুলতান মোহাম্মদ রাজু’র স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পিডিজি রোটারিয়ান ডা. মনজুরুল হক চৌধুরী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অফ প্যারাডাইসের চার্টার্ড প্রেসিডেন্ট রোটারিয়ান আমিনুল ইসলাম, লালাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, মাদ্রাসা গভর্নিং বডির সদস্য মাওলানা মাহবুব আলম চৌধুরী, পাইওনিয়ারের চার্টার্ড প্রেসিডেন্ট রোটারিয়ান আব্দুস সালাম, রোটারি ডিষ্ট্রিকের সাবেক এসিস্ট্যান্ট গভর্নর পাইওনিয়ারের পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান মাহবুব ইকবাল মুন্না, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান এনামুল কবির, ইলেক্ট্র প্রেসিডেন্ট রোটারিয়ান নুরুল ইসলাম রূপন, রোটারিয়ান তোফায়েল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি