কেমুসাসে ভাষা দিবসের আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ৬:৫৬:৫১ অপরাহ্ন
ভাষাসৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, বায়ান্নের পূর্বে রাষ্ট্রভাষা বাংলার দাবী সাতচল্লিশে কেমুসাস এবং সিলেটে উত্থাপিত হয়েছিলো। অথচ আজ জাতীয়ভাবে ভাষা আন্দোলনে সিলেটের অবদান অবহেলিত। এই অবহেলাকে কাটিয়ে চূড়ান্তভাবে স্বীকৃতি আদায় করতে হবে।
বুধবার নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সভাপতি এম এ করিম চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেমুসাসের সাধারণ সম্পাদক কবি ও গবেষক সৈয়দ মবনু, সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী এবং আল ইসলাহ সম্পাদক গল্পকার সেলিম আউয়াল।
শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপ-কমিটির সদস্য সচিব সৈয়দ মোহাম্মদ তাহেরের সঞ্চালনায় এবং কেমুসাসের জীবন সদস্য কামাল আহমদের পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেমুসাসের কার্যকরী কমিটির সদস্য জাহেদুর রহমান চৌধুরী এবং আইনজীবী এডভোকেট সৈয়দ মোহাম্মদ তারেক। বিজ্ঞপ্তি