ভাষা দিবসে ফ্রেন্ডস পাওয়ার ক্লাবের কুইজ প্রতিযোগিতা
প্রকাশিত হয়েছে : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ৭:০৩:০১ অপরাহ্ন
-
ফ্রেন্ডস পাওয়ার ক্লাবের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুক্রবার সকাল ১০টায় নগরীর রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রকি দেব এর সভাপতিত্বে ও কার্যকরী সদস্য শ্রাবণী দেব এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আফসার আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আলম রফিক।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অমর চন্দ্র দাস। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষিকা আয়েশা খাতুন, সিলেট মহানগর কৃষক লীগ নেতা রিপন রায়, সংগঠনের সহ-সভাপতি রক্তিম রায়, অর্থ সম্পাদক ঋষিকেশ দাস, প্রচার সম্পাদক হিমেল তালুকদার রাবেল, শিক্ষা বিষয়ক সম্পাদক অন্তরা দেব, সাংস্কৃতিক সম্পাদক রিয়া দাস, ভ্রমণ বিষয়ক সম্পাদক কৌশিক দেব শুভ, ক্রীড়া সম্পাদক বিশাল পাল। কার্যনির্বাহী সদস্য শ্রীজীব দাস, অর্পি দে প্রমুখ। বিজ্ঞপ্তি