শাবিতে ঢাবির ভর্তি পরীক্ষা সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ৯:১৯:১৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের মধ্য দিয়ে শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। সিলেট অঞ্চলের উপকেন্দ্রে হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রের পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।পরীক্ষা শেষে শাবি কেন্দ্রের সমন্বয়ক অধ্যাপক ড. মোহাম্মদ আবু সাঈদ আরফিন খান বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ১২.৩০ পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ১ হাজার ৪১৭ পরীক্ষার্থীর মাঝে অনুপস্থিত ছিলেন মাত্র ১১৪জন। এতে উপস্থিতির হার ৯১.৯৫ শতাংশ।
এছাড়া ১ম দিন অনুষ্ঠিত পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন করায় সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন সমন্বয়ক অধ্যাপক ড. মোহাম্মদ আবু সাঈদ আরফিন খান।জানা যায়, ভর্তি পরীক্ষায় সার্বিক নিরাপত্তায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি ডিজিটাল জালিয়াতি রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর এবং তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ কবির হোসেন।
এদিকে, ভর্তি পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করে শাবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে কেন্দ্র পরিদর্শন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো.কবির হোসেন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারিভন প্রমূখ।