নিদনপুর সুপাতলা প্রাথমিক বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ৫:৫৬:১৯ অপরাহ্ন
নিদনপুর সুপাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সদ্য বিদায়ী প্রধান শিক্ষক মনিকা দাস এর অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
বৃহস্পতিবার দুপুর ১২ টায় বিদ্যালয় প্রাঙ্গণে ম্যানেজিং কমিটির সভাপতি রোটারিয়ান মোঃ আলাল উদ্দিন এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ সাদেক হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জামাল হোসেন, বিয়ানীবাজার পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ এনাম হোসেন, এম ফিল গবেষক ও প্রভাষক আব্দুস সামাদ আজাদ, ফেনগ্রাম-চন্দগ্রাম-বাগন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বিয়ানীবাজার উপজেলা শাখার সভাপতি সুলেমান আহমদ, লিটল বাডস কিন্ডার গার্টেন উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ অলক বৈদ্য, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অর্চনা চক্রবর্তী, মাস্টার ফখর উদ্দিন, অভিভাবক কমিটির সহ-সভাপতি মইন উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য ছফর উদ্দিন, পুলক শর্মা, কুলসুমা হোসেন, ফাহিমা আক্তার লাবনী, অভিভাবক কমিটির সদস্য ফারুক উদ্দিন, নাসরিন সুলতানা, সাফিয়া বেগম রুমি. বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিপা বেগম, জাহেদা বেগম, নীলিমা রানী দাস, রূপালী রানী দাস তুলি, সাংবাদিক সামিয়ান আহমদ, লোকমান হোসেন এবং বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। এছাড়াও ম্যানেজিং কমিটি ও অভিভাবক কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীসহ এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পবিত্র কুরআন থেকে তিলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। বিজ্ঞপ্তি