আন-নূর মসজিদ কমপ্লেক্সে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়
প্রকাশিত হয়েছে : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ৫:৫৮:৩৪ অপরাহ্ন
শহরতলীর শাহপরান থানার খাদিমনগর আটগাঁও পীরের চক গ্রামের আন-নূর মসজিদ কমপ্লেক্সের উদ্যোগ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী পালন করা হয়েছে। শুক্রবার সকাল ৯ টায় থেকে দুপুর ১ টা পর্যন্ত ‘দিব রক্ত বাচঁবে প্রাণ, স্বেচ্ছায় করিব রক্ত দান’ স্লোগানের মধ্য দিয়ে এই ক্যাম্পেইন সম্পন্ন হয়।
স্থানীয় মুরব্বি ইসহাক মিয়ার সভাপতিত্বে ও আবদুল্লাহ মোহাম্মদ নাহিদের পরিচালনায় ‘আল ইনসাফ সেচ্ছাসেবী সংগঠন’-এর আয়োজনে অনুষ্ঠিত ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন-নূর মসজিদ কমপ্লেক্সের সেক্রেটারি ও তা‘লীমুল কুরআন ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্যানেল উস্তায আবদুল বাছেত মিলন।বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, আন-নূর মসজিদ কমপ্লেক্স উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক স্থানীয় ইউপি চেয়ারম্যান প্রার্থী ছাইদুর রহমান এনাম মেম্বার।
উপস্থিত ছিলেন আন-নূর মসজিদ কমপ্লেক্স কমিটির সদস্য শাহীন গাজী, ইমাম উদ্দিন, মুখলিছ মিয়া, আল-ইনসাফ সেচ্ছাসেবী সংগঠন সিলেটের প্রতিষ্ঠাতা পরিচালক হাবিবুর রহমান হৃদয়, এম রাসেল আহমেদ, মিরাজ হোসেন ইমন, আব্বাসউদ্দীন, জামাল উদ্দিন, ডেফল মিয়া ও রব্বাই মিয়া প্রমুখ।
উক্ত ক্যাম্পেইনে ১৬৪ জন শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণীর মানুষদের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় করা হয় এবং তাঁদেরকে রক্ত দানের জন্য উৎসাহিতও করেন। বিজ্ঞপ্তি